বিশেষ সতর্ক এলাকায় জরুরি অবস্থা আংশিকভাবে শেষ হতে পারে
জাপান সরকার জরুরি অবস্থা তুলে নেয়ার সময় দেশের অবশিষ্ট অংশের সাথে করোনাভাইরাস সংক্রমণের মুখে বিশেষ সতর্ক এলাকা হিসেবে চিহ্নিত ১৩টি জেলার কয়েকটিকে অন্তর্ভুক্ত রাখা বিবেচনা করে দেখছে।
বর্তমানে নির্ধারিত সময়সীমা চলতি মাসের ৩১ তারিখে জরুরি অবস্থার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তা তুলে নেয়া নিয়ে আলোচনা করার জন্য সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল বৃহস্পতিবার বৈঠকে মিলিত হবে। গত দু’সপ্তাহে প্রতি এক লক্ষ জনের মধ্যে নতুন সংক্রমণের সংখ্যার মত বিভিন্ন উপাদান প্যানেল বিবেচনা করে দেখবে।
১৩টি বিশেষ সতর্ক এলাকার বাইরের ৩৪টি জেলার সবকয়টি থেকে জরুরি অবস্থা সরকার তুলে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সাথে ১৩টি জেলার মধ্যে কয়েকটি; বিশেষত আইচি, ফুকুওকা, ইবারাকি, ইশিকাওয়া এবং গিফু জেলাকেও এতে অন্তর্ভুক্ত করা সরকার বিবেচনা করে দেখছে।
টোকিও এবং প্রতিবেশী জেলাগুলোতে, প্রচুর সংখ্যক যাত্রীর নিয়মিতভাবে ওসাকা ভ্রমণ করা হিওগো জেলা এবং নতুন সংক্রমণ দেখা দেয়া এখনও অব্যাহত থাকা হোক্কাইদো জেলায় জরুরি অবস্থা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রায় এক সপ্তাহের মধ্যে সরকারের আরেকটি সিদ্ধান্ত গ্রহণের আগে পর্যন্ত এসব এলাকার লোকজনকে এখনও বাড়িতে থাকতে বলা হবে।