বৃহস্পতিবার জাপানে বিধিনিষেধ আংশিকভাবে তুলে নেয়া হতে পারে

দেশের কিছু অংশে নির্ধারিত সময়ের আগেই জরুরি অবস্থা তুলে নেয়া হবে কিনা আগামী বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা করছে জাপান সরকার।

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসা ৩০টিরও বেশি জেলায় বিধিনিষেধ শিথিল করা হতে পারে।

প্রধানমন্ত্রী আবে শিনযো গতকাল সাংবাদিকদের বলেন যে একটি বিশেষজ্ঞ প্যানেলের সাথে পরামর্শ করার পর তিনি এ সম্পর্কে একটি ঘোষণা দিবেন।

সংক্রমণ রোধ এবং অর্থনীতি খুলে দেয়ার মাঝে একটি ভারসাম্য বজায় রাখতে সরকারকে সহায়তা করার জন্য এই প্যানেলে এখন থেকে অর্থনৈতিক বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত হবেন।

উল্লেখ্য, গত মাসের ৭ তারিখ সরকার টোকিও’সহ আরও ছয়টি জেলায় জরুরি অবস্থার ঘোষণা দেয়। পরে এটি দেশব্যাপী বিস্তৃত করে নেয়া হয় এবং চলতি মাসের ৩১ তারিখ সেটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

তবে, টোকিও’সহ অন্যান্য ১৭টি জেলায় বিধিনিষেধ বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল রাজধানীতে ১৫টি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। গভর্নর কোইকে ইউরিকো অধিবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “জাপান এবং বিদেশের উদাহরণের দিকে তাকালে আমরা ঠিক জানিনা যে কখন আবার দ্বিতীয় দফা সংক্রমণের ঢেউ উঠবে।”