করোনাভাইরাসে মৃতদের ৩০ শতাংশের মৃত্যু ঘটেছে পরিচর্যা গৃহে: যুক্তরাষ্ট্র
বয়োবৃদ্ধ নাগরিকদের সুরক্ষার জন্য নার্সিং হোম বা পরিচর্যা গৃহগুলোর জন্য নতুন নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যার ৩০ শতাংশেরও বেশি বর্ধিত পরিচর্যা গৃহগুলোতে হওয়ার কারণে এই পদক্ষেপ নেয়া হল।
গত বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ঘটা মোট মৃত্যুর প্রায় ৩৮ শতাংশ বা প্রায় ২৫ হাজার মৃত্যু পরিচর্যা গৃহগুলোতে হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য সেবার পরিসংখ্যান রাখা একটি মার্কিন সংস্থা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এখন মৃতের সংখ্যা প্রায় ৮০ হাজার যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
গভর্নর এন্ড্রু কুওমো রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন যে সর্বপ্রথম অগ্রাধিকার হল পরিচর্যা গৃহের লোকদের সুরক্ষা দেয়া।
সকল পরিচর্যা কেন্দ্রের কর্মীদের সপ্তাহে দু’বার করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করানোর অনুমতি দেয়া একটি নির্বাহী আদেশ জারি করেছেন কুওমো।
সংক্রমিত ব্যক্তিদের আলাদা করে রাখা বা আরও বেশি সংক্রমণ রোধের যথেষ্ট সক্ষমতা না থাকা স্থাপনাগুলোকে অবশ্যই সেখান থেকে অধিবাসীদের অন্য স্থাপনায় সরিয়ে নিতে হবে।
এই নির্বাহী আদেশ না মানলে সংশ্লিষ্ট পরিচর্যা কেন্দ্রগুলোর কাজের লাইসেন্স স্থগিত বা প্রত্যাহার করে নেয়া হতে পারে।
উল্লেখ্য, শুধুমাত্র নিজেদের আপনজনকে চিরবিদায় জানানো ব্যতিরেকে পরিচর্যা কেন্দ্রে থাকা অধিবাসীদের সাথে তাদের পরিবারের সাক্ষাৎ বর্তমানে নিষিদ্ধ করেছে নিউইয়র্ক অঙ্গরাজ্য।