জুলাই মাসে করোনাভাইরাসের টিকার পরীক্ষা শুরু হতে পারে: জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো বলেছেন, দেশে করোনাভাইরাসের একটি টিকার ক্লিনিকাল বা মানবদেহে প্রয়োগের পরীক্ষা দ্রুত হলে আগামী জুলাই মাসে শুরু হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সোমবার সংসদের নিম্ন কক্ষের বাজেট কমিটিতে আবে এই তথ্য উন্মোচন করেন।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই মানবদেহে টিকার পরীক্ষা শুরু হয়ে গেছে।

আবে বলেন, টোকিও বিশ্ববিদ্যালয়, ওসাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় সংক্রামক রোগ ইন্সটিটিউট’সহ একাধিক প্রতিষ্ঠানে টিকার উন্নয়ন কাজ চলছে।

আবে বলেন, সারা বিশ্বের প্রজ্ঞাকে একত্রিত করে সম্ভাব্য দ্রুততম সময়ে টিকা কর্মসূচি শুরুর প্রত্যাশা তিনি করেন।

তিনি এটিও পুনর্ব্যক্ত করেন যে চলতি মাসের শেষ নাগাদ কোভিড-১৯’এর চিকিৎসায় ফ্লু-রোধী ওষুধ এভিগানের অনুমোদন দেয়ার লক্ষ্য ধরে নিয়েছে সরকার।