যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার রেকর্ড ১৪.৭ শতাংশে উন্নীত

করোনাভাইরাস বৈশ্বিক মহামারী বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির উপর আঘাত হানার কারণে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার গতমাসে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

শ্রম মন্ত্রণালয় শুক্রবার জানায় যে এপ্রিল মাসে বেকারত্বের হার মার্চ মাস থেকে ৪.৪ শতাংশ বেড়ে ১৪.৭ শতাংশে পৌঁছেছে, যা ১৯৪৮ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে সর্বোচ্চ মন্দাবস্থা।

মন্ত্রণালয় বলছে, অপ্রাতিষ্ঠানিক বেতনভোগীদের সংখ্যা এর আগের মাসের তুলনায় ২ কোটিরও বেশি কমেছে। ১৯৩৯ সালে রেকর্ড রাখা আরম্ভের পর থেকে এটি সর্বোচ্চ হ্রাস।

সাম্প্রতিক এই উপাত্তে দেখা গেছে যে অর্থনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বজায় থাকার মাঝে বিস্তৃত ধরণের শিল্পের নিয়োগকারীরা কাজের সংখ্যার হ্রাস অব্যাহত রেখেছে।

এদিকে, অনেক অঙ্গরাজ্যেই বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। তবে কিছু বিশ্লেষক এই পূর্বাভাষ দিচ্ছেন যে অনেক চাকুরিদাতাই করোনাভাইরাসের দ্বিতীয় একটি ঢেউ আঘাত হানার আশংকা করায় বেকারত্বের হার কিছুকাল ধরে ১০ শতাংশের উপরেই অবস্থান করবে।