জাপানের পারিবারিক ব্যয় মার্চ মাসে কমে গেছে

জাপানে মার্চ মাসে পারিবারিক ব্যয় কমে গেছে, কারণ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মাঝে অনেক পরিবারের লোকজন বাড়িতে অবস্থান করেছেন।

অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানাচ্ছে, দু’জন বা ততোধিক সদস্য থাকা পরিবারের গড় ব্যয় ছিল ২ লক্ষ ৯২ হাজার ২১৪ ইয়েন বা প্রায় ২ হাজার ৭৫০ মার্কিন ডলার।

এই ব্যয় মূল্য-সমন্বয় অর্থে এক বছর আগের একই মাসের থেকে ৬% কম।

জাপানের বিভিন্ন পরিবার গত অক্টোবর মাসে সরকারের ভোগ্যপণ্য কর বাড়ানোর পর থেকে প্রতি মাসে কম ব্যয় করছে।

প্যাকেজ ট্যুর সংক্রান্ত ব্যয় মার্চ মাসে ৮৩% হ্রাস পায়। হোটেল ভাড়া নেয়ার ব্যয় কমে যায় ৫৫%। অর্থনৈতিক পুনরুদ্ধার মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি বলেন, “আমার মনে হয়, এই ব্যাপকহারে কমে যাওয়া লোকজনকে বাড়িতে থাকার অনুরোধের কারণে হয়েছে”। তিনি আরও বলেন, “আমি আশা করছি, এই সংখ্যা এপ্রিল মাসে জরুরি অবস্থার কারণে আরও বেশি নেতিবাচক হবে”।