করোনাভাইরাস সতর্কতায় থাকা জেলার কর্মচারীদের প্রতি বাড়িতে থেকে কাজ করার আহ্বান জানানো হবে

জাপান সরকার করোনাভাইরাস জনিত বিশেষ সতর্কতায় থাকা টোকিও এবং ১২টি জেলার বিভিন্ন কোম্পানির প্রতি কাজে যেতে হওয়া কর্মচারীর সংখ্যা কমপক্ষে ৭০ শতাংশ হ্রাসের আহ্বান জানাবে।

ওসাকা সহ ছয়টি জেলা ও টোকিওতে সরকারের জরুরি অবস্থা ঘোষণার পর বৃহস্পতিবার হচ্ছে ঠিক এক মাস।

প্রধানমন্ত্রী আবে শিনযো এরপর জরুরি অবস্থা সারা দেশজুড়ে সম্প্রসারিত করে নেয়া ছাড়াও প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মে মাসের ৬ তারিখের পরিবর্তে জরুরি অবস্থার মেয়াদ চলতি মাসের শেষ পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন।

বুধবার আবে অনলাইনের একটি অনুষ্ঠানে উপস্থিত হন এবং মে মাসের মাঝামাঝি সময়ে বিশেষজ্ঞদের মতামত শোনার পর জরুরি অবস্থা তুলে নেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনার পুনরুল্লেখ করেন।

তিনি বলেছেন, যার উপর ভিত্তি করে সেই সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন সেইসব শর্তাবলী নির্ধারণ করে নেয়ার অনুরোধ তিনি বিশেষজ্ঞদের করবেন।