করোনাভাইরাসের সাথে স্ট্রোকের সংযোগ রয়েছে বলে মার্কিন বিজ্ঞানীদের ধারণা
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষকদের একটি গ্রুপ, করোনাভাইরাস সংক্রমণের সাথে শরীরে রক্ত জমাট বেঁধে গিয়ে স্ট্রোক হওয়ার এক সংযোগ রয়েছে বলে জানিয়েছে।
নিউ ইয়র্কের মাউন্ট সিনাইতে আইকান স্কুল অব মেডিসিনের গবেষকদের একটি গ্রুপ, মার্চ মাসের ২৩ তারিখ থেকে এপ্রিল মাসের ৭ তারিখের মধ্যে পাঁচ ব্যক্তিকে পরীক্ষা করে দেখেন। এদের শরীরে দেখা দেয়া রোগকে বড় আকারের রক্তবাহী শিরা স্ট্রোক হিসাবে নির্ণয় করা হয়েছিল। রোগীদের মধ্যে ছিলেন একজন নারী ও চারজন পুরুষ এবং এদের সকলের বয়স হল ৩৩ থেকে ৪৯ এর মধ্যে। তাদের শরীরে এই অবস্থার পুনরাবৃত্তি দেখা দিলেও পাঁচজনের মধ্যে শুধুমাত্র একজনের পারিবারিক ইতিহাসে স্ট্রোকের উপস্থিতি দেখতে পাওয়া যায়।
হৃৎপিণ্ড এবং ফুসফুসের রক্তনালীতে প্রবেশ করে করোনাভাইরাস যে সেই সব অঙ্গ প্রত্যঙ্গকে অকেজো করে দিয়ে রক্তকে জমাট করে তুলছে, সেই বিষয়টি ইতিমধ্যেই সকলের জানা রয়েছে।
গবেষকদের দলটি সন্দেহ করছে যে এই প্রক্রিয়ার ফলে কয়েকজন রোগীর মধ্যে সম্ভবত স্ট্রোক হয়ে যাচ্ছে।
সহযোগী অধ্যাপক শিগেমাৎসু তোমোইয়োশি হলেন ঐ গ্রুপের একজন সদস্য। হাত এবং পা যদি অসাড় হয়ে পড়ে এবং কথা বলতে কষ্ট হয় তবে অবিলম্বে চিকিৎসা সেবা লাভের জন্য তিনি তরুণ বা বয়স্ক, যে কোন বয়সের লোকের কাছেই আহ্বান জানিয়েছেন। স্ট্রোকের মোকাবেলায় দ্রুত চিকিৎসা সেবা লাভ অপরিহার্য বলে তিনি আরো জানান।
প্রতিবেদনটি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন নামক চিকিৎসা সংক্রান্ত মার্কিন এক সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।