উহানের গবেষণাগারের সাথে ভাইরাসের সম্পর্ক এখনও “অনুমানমূলক”- ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য পরিস্থিতির প্রধান বলেছেন, চীনের একটি গবেষণাগার যে করোনাভাইরাসের আদি উৎপত্তিস্থল হতে পারে, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ এখনও “অনুমান নির্ভর” রয়ে গেছে।
ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক মাইকেল রায়ান মার্কিন নেতৃত্বের তোলা এরকম অভিযোগের জবাবে সোমবার এই মন্তব্য করেন।
উল্লেখ্য, গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চীনা শহর উহানের গবেষণাগারে যে ভাইরাসটি উৎপত্তি হয়েছে সেটি নিশ্চিত করার জন্য মার্কিন সরকারের হাতে “বড় ধরণের প্রমাণ” আছে।
একই দিন চীনের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে এই প্রাদুর্ভাব চীনের “ভয়াবহ ভুলের” পরিণতি। তবে, তিনি নির্দিষ্ট কোন প্রমাণের উল্লেখ করতে ব্যর্থ হন।
রায়ান বলেন যে ভাইরাসটির কাল্পনিক উৎস সম্পর্কিত কোন উপাত্ত বা সুনির্দিষ্ট প্রমাণ মার্কিন সরকারের কাছ থেকে পায়নি ডব্লিউএইচও।
তিনি আরও বলেন, ডব্লিউএইচও’র দৃষ্টিকোণ থেকে এই অভিযোগ সমূহ এখনো অনুমান নির্ভর রয়ে গেছে।