ডিসেম্বরেই ফ্রান্সে পাওয়া গিয়েছিলো করোনা আক্রান্ত রোগী
গত বছরের ডিসেম্বরের ২৭ তারিখে ফ্রান্সে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিলো বলে দাবি করেছে দেশটির এক ডাক্তার। আর এমনটি সত্য হলে চীনের প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই ভাইরাসটি ফ্রান্সেও সংক্রমিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, গত ডিসেম্বরের ২৭ তারিখ ফ্রান্সে নিউমোনিয়ায় আক্রান্ত এক রোগী পাওয়া যায়। বলা হচ্ছে, ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন। এ বিষয়ে ফ্রান্সের অ্যাভিসেনি এবং জিন-ভার্দিয়ার হাসপাতালের জরুরি মেডিসিন বিভাগের প্রধান ড কোহেন বলেন, তিনি ওই ব্যক্তির নমুনা আবার পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে নিউমোনিয়ায় আক্রান্ত ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন।
গত ২৪ জানুয়ারি ফ্রান্সে প্রথম তিন জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়। চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়।