জাপানের জরুরি অবস্থা সম্প্রসারণের প্রস্তুতি

জাপান সরকার, সোমবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের আগে সারা দেশব্যাপী পরিকল্পিত জরুরি অবস্থার মেয়াদ সম্প্রসারণের বিস্তারিত বিষয়াদি চূড়ান্ত করে নিচ্ছে।

শুক্রবার প্রধানমন্ত্রী আবে শিনযো, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে বর্তমান অবস্থা বজায় রাখতে তার সরকারের পরিকল্পনার বিষয়ে জানান। উল্লেখ্য, আগামী বুধবার বর্তমান জরুরি অবস্থার মেয়াদ শেষ হবে।

শুক্রবার দিনের প্রথমভাগে সরকারের গঠিত বিশেষজ্ঞদের একটি প্যানেল, নতুন সংক্রমণের সংখ্যায় নিম্নমুখী প্রবণতা প্রতীয়মান হচ্ছে বলে উল্লেখ করেন। এতে, মানুষের সাথে মানুষের সংস্পর্শতা ৮০ শতাংশ হ্রাস করার লক্ষ্যের বিষয়ে বিভিন্ন বয়স ও অঞ্চল ভেদে মিশ্র ফলাফল দেখা যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সংক্রমণের সংখ্যার পরিবর্তন এবং প্রত্যেক অঞ্চলের স্বাস্থ্য সেবা ব্যবস্থার পরিস্থিতির উপর ভিত্তি করে জরুরি অবস্থার মেয়াদ সম্প্রসারণের সময়সীমা নির্ভর করবে।

অপর একটি বিষয় হচ্ছে, বর্তমানে বিশেষ সতর্ক অঞ্চল হিসেবে চিহ্নিত টোকিও ও অপর ১২টি জেলার সঙ্গে আরও জেলা অন্তর্ভুক্ত করা হবে কিনা।