রাশিয়ার প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন জানিয়েছেন, পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে তিনি পরীক্ষার এই ফলাফলের কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান।

মিশুস্তিন, মস্কো’র করোনা নিয়ন্ত্রণ পদক্ষেপ সংক্রান্ত কাজে নেতৃত্ব দিয়ে আসছিলেন। জানুয়ারি মাসে দিমিত্রি মেদভেদেভ ও তার মন্ত্রিসভা পদত্যাগ করার পর মিশুস্তিন প্রধানমন্ত্রীর পদে আসীন হন।

পুতিন তাকে এই বলে আশ্বস্ত করেন যে ভাইরাসটিতে সংক্রমিত যে কেউই হতে পারেন। এতদিন সুষ্ঠুভাবে কাজ করার জন্য পুতিন তাকে ধন্যবাদ জানান।

চিকিৎসার জন্য মিশুস্তিন হাসপাতালে যতদিন থাকবেন, ততদিন তার কাজের দায়িত্বভার প্রথম উপপ্রধানমন্ত্রী নেবেন বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জনস্‌ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া খবরে প্রকাশ, রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমণের মোট সংখ্যা বৃহস্পতিবার ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে, যা পৃথিবীতে অষ্টম সর্বোচ্চ।