জাপানে করোনা সংক্রমণ ১৩,৯০০ ছাড়িয়ে গেছে

সারা দেশে নতুন আরও ২৮টি সংক্রমণের ঘোষণা প্রচারিত হওয়ার পর জাপানে করোনাভাইরাস সংক্রমণ সনাক্ত হওয়া সংখ্যা বুধবার দুপুরে ১৩,৯২৩টিতে বৃদ্ধি পেয়েছে।

এই হিসাবে বিমানবন্দরের কোয়ারেন্টিন স্টেশনগুলোতে চালানো পরীক্ষায় ইতিবাচক সনাক্ত হওয়া লোকজন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, কোয়ারেন্টিন কর্মকর্তা এবং সরকারের ভাড়া করা বিমানে চীন থেকে জাপানে যারা ফিরে এসেছেন তারা অন্তর্ভুক্ত আছেন। এছাড়া পশ্চিম জাপানের নাগাসাকিতে নোঙর করা প্রমোদ তরী কোস্টা আটলান্টিকার ক্রুদের মধ্যে করোনা সংক্রমণও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর বাইরে ফেব্রুয়ারি মাসে ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টিন করে রাখা প্রমোদ তরী ডায়মন্ড প্রিন্সেসের ৭১২টি ঘটনা অন্তর্ভুক্ত করা হলে মোট সংখ্যা দাঁড়াবে ১৪,৬৩৫টি।

জাপানে মৃত্যুর সংখ্যা ডায়মন্ড প্রিন্সেসের ১৩টি সহ ৪২৭টিতে উন্নীত হয়েছে।