৩৮টি দেশে বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জার ওষুধ এভিগান সরবরাহ করবে জাপান

জাপান খুব দ্রুতই কোভিড-১৯এর সম্ভাব্য চিকিৎসা হিসেবে বিবেচিত ইনফ্লুয়েঞ্জার ওষুধ এভিগান ৩৮টি দেশে বিনামূল্যে সরবরাহ করবে।

পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেছেন নেদারল্যান্ডস, ফিলিপিন ও মালয়েশিয়া অন্তর্ভুক্ত থাকা সেইসব দেশ জাপানের একটি কোম্পানির উদ্ভাবিত ইনফ্লুয়েঞ্জা চিকিৎসার ওষুধ লাভ করবে।

তিনি উল্লেখ করেছেন জাপান সরকারের বিনামূল্যে দেয়ার প্রস্তাবে সাড়া দিয়ে যে ৭০টির বেশি দেশ এভিগান সরবরাহের অনুরোধ জানিয়েছে, এই দেশগুলো সেই তালিকার অন্তর্ভুক্ত।

মোতেগি বলেছেন ওষুধের সরবরাহ পাওয়া দেশগুলো ক্লিনিকাল পরীক্ষার উপাত্ত জাপানে পাঠাবে।

মহামারী প্রতিহত করায় রোগের চিকিৎসার ওষুধ উদ্ভাবন যে গুরুত্বপূর্ণ তার উপর তিনি জোর দেন। তিনি বলেছেন ভাইরাসের চিকিৎসার ওষুধ আবিষ্কারে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা তিনি এগিয়ে নেবেন।