বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় প্রণীত উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে, করোনাভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত হওয়া লোকের সংখ্যা বিশ্বব্যাপী ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, সোমবার আন্তর্জাতিকমান সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈশ্বিকভাবে মোট আক্রান্ত ঘটনার সংখ্যা দাঁড়ায় ৩০ লক্ষ ২ হাজার ৩০৩-এ।
৯ লক্ষ ৭২ হাজার ৯৬৯টি সংক্রমণের সংখ্যা নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর ২ লক্ষ ২৯ হাজার ৪২২টি সংক্রমণের সংখ্যা নিয়ে রয়েছে স্পেন, ইতালি’তে আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৯৯ হাজার ৪১৪টি, ফ্রান্সে ১ লক্ষ ৬২ হাজার ২২০টি এবং জার্মানিতে ১ লক্ষ ৫৮ হাজার ১৪২টি।
বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২ লক্ষ ৮ হাজার ১৩১-এ। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক মারা যান, সেখানে মৃতের সংখ্যা ৫৫ হাজার ১১৮। এরপর ২৬ হাজার ৯৭৭ জন মারা যান ইতালি’তে, স্পেনে মারা যান ২৩ হাজার ৫২১ জন, ফ্রান্সে মারা যান ২২ হাজার ৮৫৬ জন এবং যুক্তরাজ্যে মারা যান ২০ হাজার ৭৩২ জন।