টিকা প্রদান কর্মসূচি স্থগিত করা নিয়ে উদ্বিগ্ন ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র শীর্ষ কর্মকর্তা সংশ্লিষ্ট দেশগুলোকে কোভিড-১৯ ব্যতিরেকে অন্যান্য ছোঁয়াচে রেগের বিরুদ্ধে শিশুদের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সোমবার জেনেভায় বিশ্ব টিকাদান সপ্তাহের শুরুতে ডব্লিউএইচও’র সদরদপ্তরে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘেব্রেইসাস।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারি শেষ হতে এখনও অনেক দেরি আছে, সেটির উপর গুরুত্ব দিয়ে তেদ্রোস বলেন, আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা এবং কয়েকটি এশীয় দেশে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বিগ্ন ডব্লিউএইচও।

এমনকি দৃশ্যত সংক্রমণের সংখ্যা কমে আসা এরকম দেশগুলোতেও সম্ভাব্য দ্বিতীয় একটি সংক্রমণের ঢেউ আঘাত হানার ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি ভাইরাস বিরোধী পদক্ষেপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

ডব্লিউএইচও প্রধান আরও সতর্ক করেন যে পোলিও এবং হামের মত অন্যান্য ছোঁয়াচে রোগের টিকাদান প্রচেষ্টায় করোনাভাইরাস বৈশ্বিক মহামারি বিঘ্ন ঘটানোর কারণে অনেক শিশুর মৃত্যু হবে।

তিনি বলেন, সীমান্ত বন্ধ রাখার পাশাপাশি ভ্রমণে বিঘ্ন ঘটার কারণে অন্যান্য ছোঁয়াচে রোগের জন্য টিকা স্বল্পতার খবর জানিয়েছে কিছু দেশ ।

তেদ্রোস উল্লেখ করেন যে পোলিও এবং হাম’সহ অন্যান্য কয়েকটি রোগের বিরুদ্ধে কিছু টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই কর্মসুচিগুলোতে বিশ্বব্যাপী ১ কোটি ৩০ লক্ষ টিকা দেয়া হয়নি, এমন শিশুদের লক্ষ্য হিসেবে ধরা হয়েছে।