করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন।
মার্কিন বিশ্ববিদ্যালয়টি, আন্তর্জাতিক মান সময় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করোনাভাইরাসে নিশ্চিত সংক্রমণের সংখ্যা ২৮ লাখ ৬৫ হাজার ৯৩৮টি এবং মৃতের সংখ্যা ২ লাখ ৬৯৮টিতে পৌঁছেছে বলে জানায়।
যুক্তরাষ্ট্রে, মোট সংক্রমণের সংখ্যা ৯ লাখ ২০ হাজারের বেশী এবং মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজার নিবন্ধন করা হয়।
শনিবার নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো, করোনাভাইরাসের পরীক্ষার সক্ষমতা জোরদার করতে পুরো অঙ্গরাজ্যের ৫ হাজার ফার্মেসিকে করোনাভাইরাস পরীক্ষার অনুমতি প্রদান করা হবে বলে জানান।
এতে, ঘটনাস্থলে প্রথম উপস্থিত হওয়া কর্মী, স্বাস্থ্য সেবা কর্মী এবং গুরুত্বপূর্ণ কর্মীরা এই পরীক্ষার জন্য যোগ্য হবে বলে তিনি উল্লেখ করেন।
কুওমো, এই সংকট চলাকালে এবং অন্যান্যদের সাথে মিথস্ক্রিয়ার জন্য পুলিশ সদস্য এবং গণপরিবহনের চালক এই পরীক্ষার আওতাভুক্ত হবেন বলে জানান।
তিনি, এসকল লোকজন সংক্রমিত হলে তাঁরা বিপুল সংখ্যক লোকজনের মাঝে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন বলেও উল্লেখ করেন।