টোকিও’তে “স্টে হোম” বা বাড়িতে থাকার সময় শুরু

করোনাভাইরাসের বিস্তার রোধে সহায়তা করার জন্য শনিবার থেকে আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত লোকজনকে বাড়ির অভ্যন্তরে থাকার আহ্বান জানাচ্ছে টোকিও মেট্রোপলিটন সরকার।

কর্তৃপক্ষ জাপানের “গোল্ডেন উইক” বা “সোনালী সপ্তাহ” নামে পরিচিত বসন্তকালীন ছুটি অন্তর্ভুক্ত থাকা এই ১২ দিন সময়কে “বাড়িতে থাকার সপ্তাহ” বলে নির্ধারণ করেছে।

শুক্রবার টোকিও গভর্নর কোইকে ইউরিকো বলেন, লোকজনের পারস্পরিক সংযোগ ৮০ শতাংশ কমানোর কেন্দ্রীয় সরকার নির্ধারিত লক্ষ্যের বিচারে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, লোকজনের কার্যক্রমের ফলাফল এর দু’সপ্তাহ পরের করোনাভাইরাস সংক্রমণের সংখ্যায় প্রতিফলিত হবে।

উল্লেখ্য, এই সময়কালের মধ্যে সপ্তাহান্ত এবং জাতীয় ছুটির দিনে বিপণী সড়কগুলোর স্বপ্রণোদিতভাবে বন্ধ রাখা দোকানগুলোকে প্রায় ৩৭ হাজার ডলার পর্যন্ত নগদ অনুদানের সুযোগ দিচ্ছে মেট্রোপলিটন সরকার।

এছাড়া, অতিরিক্ত ভিড় এড়াতে প্রায় প্রতি তিনদিনে একবারের বেশি নিত্য প্রয়োজনীয় বাজার না করার জন্যও লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছে কর্মকর্তারা।