রমজান মাসে জাপানে ইসলাম ধর্মাবলম্বীদের মসজিদে যাওয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে

করোনাভাইরাসের বিস্তার রোধের প্রচেষ্টায় জাপানে ইসলাম ধর্মাবলম্বীরা এবছর পবিত্র রমজান মাসে মসজিদে গিয়ে নামাজ আদায় করা বা মসজিদে বসে ইফতার খাওয়া থেকে বিরত থাকার পরিকল্পনা করেছেন।

জাপানে মুসলিম সম্প্রদায়ের প্রায় ১০০ জন প্রতিনিধি বৃহস্পতিবার একটি টেলিকনফারেন্সে মিলিত হন। অংশগ্রহণকারীদের মধ্যে বিদ্বজ্জন এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিরাও ছিলেন।

রমজান মাসের সূচনা হয় যে নতুন চাঁদ দেখে, তা মেঘে ঢেকে থাকার দরুন দেখতে না পাওয়ায় গোড়ার দিকে অংশগ্রহণকারীদের পক্ষে রমজান মাস আনুষ্ঠানিকভাবে শুরু হোল কি না সেই সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছিল।

পরে তারা ঘোষণা করেন জাপানের নিকটতম মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় গৃহীত সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে জাপানেও শুক্রবার থেকেই পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।