চোখে দীর্ঘ সময় জীবিত থাকতে পারে করোনা ভাইরাস!

প্রাণঘাতী করোনা ভাইরাস মানুষের চোখে দীর্ঘ সময় জীবিত থাকতে পারে বলে চীনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে । চীনের এক নারী সুস্থ হওয়ার প্রায় সাত দিন পর তার চোখে আবার করোনা ভাইরাস পাওয়া যায় বলে ওই প্রতিবেদনে বলা হয়। ওই প্রতিবেদনে আরো দাবি করা হয়, দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে করোনা ভাইরাস চোখে বেশি দিন জীবিত থাকতে পারে।

জানা গেছে, চীনের উহান থেকে ৬৫ বছর বয়সী এক নারী গত জানুয়ারিতে ইতালি যান। সেখানে সে জ্বরে আক্রান্ত হয় এবং চোখ লাল হয়ে যায়। গত ২৭ জানুয়ারি ওই নারীকে হাসপাতালে নেয়া হয়। এর ২০ দিন পর সে পুরোপুরি সুস্থ হয়ে উঠে। কিন্তু এর সাতদিন পর আবার করোনায় আক্রান্ত হন তিনি। পরে তার চোখে আবার করোনা ভাইরাস শনাক্ত করা হয়। কোন রকম উপসর্গ না থাকলেও একজন মানুষ করোনা ভাইরাস পজিটিভ হতে পারেন বলেও চীনের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩২ হাজার ৫৩২ জন। মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৬ জন। জেরুজালেম পোস্ট।