দীর্ঘ সময় থাকবে কোভিড-১৯, জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন যে দীর্ঘ সময় ধরে নতুন করোনাভাইরাস মহামারী চলবে বিবেচনায় রেখে বিশ্বকে সেই ধরনের প্রস্তুতি নিতে হবে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক টেডরস আদহানম ঘেব্রেয়েসাস বুধবার জেনেভাতে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে ইউরোপের পশ্চিমাঞ্চলে দৃশ্যতঃ মহামারীর প্রকোপ স্থিতিশীল রয়েছে বা কমে আসছে তবে আফ্রিকা, কেন্দ্রীয় এবং দক্ষিণ আমেরিকায় বর্তমানে সংখ্যা কম হলেও রোগের উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

বেশিরভাগ দেশ এখনো পর্যন্ত রোগের প্রথম পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভাইরাসটি আমাদের সাথে দীর্ঘ সময় থাকবে এবং এক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমাদের বলেও তিনি সতর্ক করে দেন।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরী স্বাস্থ্য কর্মসূচীর নির্বাহী পরিচালক মাইকেল রায়ান, চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল এমন সব দেশে ভাইরাসটির বিস্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আফ্রিকার কয়েকটি দেশে শুধুমাত্র এক সপ্তাহের মধ্যেই রোগের বিস্তার ২৫০ থেকে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে ডব্লিউএইচও লক্ষ্য করেছে। আফ্রিকায় এই রোগ সবেমাত্র বিস্তার পেতে শুরু করেছে বলেও তিনি মন্তব্য করেন।

বিশ্ব জুড়ে ৯ লাখ ৯০ হাজারের বেশি লোক মহামারী সামাল দেয়া নিয়ে টেডরসের পদত্যাগের দাবি জানিয়ে ইনটারনেটে এক আবেদন পত্রে স্বাক্ষর করার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাদের মতে পরিস্থিতিকে অবমূল্যায়ন করাই হল এই সংকট সৃষ্টির পিছনে আংশিক কারণ।

এর জবাবে টেডরস শুধুমাত্র বলেছেন যে তিনি দিন রাত এক করে কাজ করে যাওয়া অব্যাহত রাখবেন এবং লোকজনের প্রাণ বাঁচানোর উপর মনোযোগ দেবেন।

ডব্লিউএইচও’র প্রধান, সংস্থায় সবচেয়ে বেশি আর্থিক অবদান রাখা দেশ যুক্তরাষ্ট্র তহবিল সঞ্চার স্থগিত রাখার বিষয়টি পুর্নবিবেচনা করে দেখবে এবং পুনরায় সংস্থার কাজে সহযোগিতার হাত এগিয়ে দেবে ও লোকজনের জীবন বাঁচানোর কাজ অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, শুধুমাত্র অন্যকে সাহায্য করার জন্য নয় বরং নিজেদেরকে নিরাপদ রাখার জন্যেও এটিকে এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ বলে যুক্তরাষ্ট্র বিবেচনা করবে তিনি সেই আশা করছেন।