জাপানের অদূরে বিশাল ভূমিকম্প থেকে দেখা দেয়া সুনামির প্রচণ্ডতার নতুন হিসাব
জাপান সরকারের একটি প্যানেল ভূমিকম্প এবং সমুদ্র তলদেশের জাপান ট্রেঞ্চ অথবা চিশিমা ট্রেঞ্চের যে কোন এক অংশে এর থেকে দেখা দেয়া সুনামির ঢেউয়ের সম্ভাব্য মাত্রা পরীক্ষা করে দেখছে।
চিশিমা ট্রেঞ্চের লক্ষ্য ধরে নেয়া জায়গা কুরিল দ্বীপমালা থেকে হোক্কাইদো পর্যন্ত বিস্তৃত এবং অন্যদিকে জাপান ট্রেঞ্চের বিস্তৃতি হচ্ছে হোক্কাইদো থেকে ইওয়াতে জেলা পর্যন্ত। উত্তর-পূর্ব জাপানে আঘাত হানা ২০১১ সালের দুর্যোগের পর এই গবেষণা শুরু হয়।
প্যানেলের সর্বশেষ হিসাবে বলা হয়েছে চিশিমা ট্রেঞ্চ বরাবর আঘাত হানা ভূমিকম্পের প্রচণ্ডতা হবে ৯.৩।
হোক্কাইদোর পূর্বাঞ্চলের অংশ বিশেষের উপর জাপানি পরিমাপকে শূন্য থেকে সাত মাত্রা পর্যন্ত হিসাবে ছয়ের চাইতে বেশি থেকে সাত মাত্রার প্রচণ্ডতার ভূমিকম্প আঘাত হানবে। হোক্কাইদোর পূর্বাঞ্চলের বিস্তৃত এলাকা জুড়ে ২০ মিটারের বেশি উচ্চতার সুনামি দেখা যেতে পারে।
জাপান ট্রেঞ্চ বরাবর আঘাত হানা ভূমিকম্পের প্রচণ্ডতা হবে ৯.১। আওমোরি এবং ইওয়াতে জেলার অংশ বিশেষে ছয় মাত্রার বেশি প্রচণ্ডতার ভূকম্পন অনুভব করা যেতে পারে।
উত্তর-পূর্ব জাপানে সুনামির ঢেউ ১০ মিটারের বেশি উঁচু হবে। ইওয়াতে জেলার মিইয়াকো শহরে ২৯.৭ মিটার পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। কোন কোন এলাকায় আঘাত হানা ঢেউয়ের উচ্চতা ২০১১ সালের উচ্চতার চাইতে বেশি হতে পারে।
এসব এলাকায় অতীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় প্যানেল বলছে বিশাল আকারের সুনামি যে কোন সময় আঘাত হানতে পারে। নতুন এসব হিসাবের উপর ভিত্তি করে ক্যাবিনেট অফিস আগামী বছর মার্চ মাসের মধ্যে ক্ষয়ক্ষতির মাত্রা পরিমাপ করে দেখা এবং দুর্যোগ নিয়ন্ত্রণ পদক্ষেপ ঠিক করে নেয়ার পরিকল্পনা করছে।