আরও ১০টির বেশি দেশকে প্রবেশ নিষেধ তালিকায় যুক্ত করছে জাপান
করোনাভাইরাস সংক্রমণের বিস্তার হ্রাসে সাহায্য করার জন্য জাপান দশটির বেশি দেশের নাগরিকদের জাপানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এই সংযোজন হচ্ছে ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপিত ৭৩টি দেশ ও ভূখণ্ডের বাইরে।
এনএইচকে জানতে পেরেছে যে জাপানে পৌঁছার আগে ১৪ দিনের মধ্যে যেসব বিদেশী নাগরিক রাশিয়া, বেলারুশ, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও অন্য কয়েকটি দেশে গিয়েছিলেন, জাপান সরকার তাদের প্রবেশ অনুমতি না দেয়ার পরিকল্পনা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সেইসব দেশের বেলায় সংক্রামক রোগের সতর্কতা তৃতীয় মাত্রায় উন্নীত করে নেবে, যার অর্থ হল জাপানি নাগরিকদের সেসব দেশ ভ্রমণে না যাওয়ার সুপারিশ করা।
অন্যান্য অঞ্চলের বেলায় ইতিমধ্যে প্রদান করা ভিসা সরকার বাতিল করে দিয়েছে।
চলতি মাসে শেষ হতে যাওয়া এসব পদক্ষেপের মেয়াদ বাড়িয়ে নেয়ার পরিকল্পনা সরকার করছে।