৮০ বা তদুর্ধ্ব বয়সী ব্যক্তিদের মৃত্যুহার ১১ শতাংশ ছাড়িয়ে গেছে
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ৮০-র কোঠা বা তদুর্ধ্ব বয়সী লোকজনের মৃত্যুহার ১১ শতাংশ ছাড়িয়ে গেছে।
মন্ত্রণালয় জানায়, জাপানে নিশ্চিতভাবে করোনাভাইরাসে সংক্রমিত লোকের সংখ্যা রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ হাজার ৬০০ ছাড়িয়ে যায়।
বয়সভিত্তিক গ্রুপের ক্ষেত্রে, ৫০-এর কোঠার সংক্রমিত লোকের সংখ্যা ছিল ১ হাজার ৮০০-রও বেশি। এরপর ছিল ৪০ এবং ২০-এর কোঠার ১ হাজার ৭০০ জনেরও বেশি এবং ৩০-এর কোঠার ১ হাজার ৬০০ জনেরও বেশি।
নিশ্চিতভাবে আক্রান্ত লোকজনের মধ্যে ১৭১ জন বা ১.৬ শতাংশ লোক মৃত্যুবরণ করেন।
মৃতব্যক্তিদের মধ্যে ৮০ বা তদুর্ধ্ব বয়সী লোকজন ছিল ৮৭ জন, এরপর ৭০-এর কোঠার ৫০ জন ৬০-এর কোঠার ২১ জন।
এর অর্থ হচ্ছে ৮০-র কোঠা বা তদুর্ধ্ব বয়সী লোকজনের মৃত্যুহার হচ্ছে ১১.১ শতাংশ, ৭০-এর কোঠার বয়সী লোকজনের মৃত্যুহার হচ্ছে ৫.২ শতাংশ এবং ৬০-এর কোঠার বয়সীদের মৃত্যুহার হচ্ছে ১.৭ শতাংশ।
মন্ত্রণালয় জানায়, এইসব সংখ্যা থেকে দেখা যাচ্ছে, এই ভাইরাস থেকে মারাত্মক সব উপসর্গ দেখা দেয়া উচ্চ ঝুঁকির মুখে রয়েছেন প্রবীণরা।