করোনাভাইরাসে বৈশ্বিক মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন।
শুক্রবার আন্তর্জাতিক মান সময় রাত ৮টা পর্যন্ত সারাবিশ্বে মৃতের মোট সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৯৪৮টিতে পৌঁছেছে।
সর্বোচ্চ ৩৪ হাজার ৬১৪টি মৃতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র প্রথম এবং এরপর ২২ হাজার ৭৪৫টি নিয়ে ইতালি দ্বিতীয়, ১৯ হাজার ৬১৩টি নিয়ে স্পেন তৃতীয়, ১৮ হাজার ৬৮১টি নিয়ে ফ্রান্স চতুর্থ এবং ১৪ হাজার ৫৭৬টি নিয়ে ব্রিটেন পঞ্চম অবস্থানে রয়েছে।
সারাবিশ্বে করোনাভাইরাসে সংক্রমণের মোট সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ৮৬১টিতে পৌঁছেছে।
সর্বোচ্চ ৬লাখ ৮৩ হাজার ৭৮৬টি সংক্রমণের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র প্রথম এবং এরপর ১ লাখ ৮৮হাজার ৯৩টি নিয়ে স্পেন দ্বিতীয়, ১ লাখ ৭২ হাজার ৪৩৪টি নিয়ে ইতালি তৃতীয়, ১ লাখ ৪৭ হাজার ১২১টি নিয়ে ফ্রান্স চতুর্থ এবং ১ লাখ ৩৯ হাজার ৪১টি নিয়ে জার্মানি পঞ্চম অবস্থানে রয়েছে।