জরুরি অবস্থা সারা জাপান জুড়ে সম্প্রসারিত হতে পারে

জাপান সরকার করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে ঘোষণা করা জরুরি অবস্থা পুরো দেশ জুড়ে সম্প্রসারিত করে নেয়া বিবেচনা করে দেখছে।

করোনাভাইরাস বিষয়ক একটি টাস্ক ফোর্সের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করার আগে বিশেষজ্ঞদের একটি উপদেষ্টা প্যানেলকে অভিমত জানানোর জন্য বলতে সরকার প্রস্তুত আছে।

চলতি মাসের ৭ তারিখে সরকার টোকিও এবং ছয়টি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করে। তবে এরপর থেকে অন্য জেলাগুলোতেও সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে।