জাপানে করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধি
জাপানে নিশ্চিত হওয়া করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ৮,৪০০ ছাড়িয়ে গেছে। এই সংখ্যায় বিমানবন্দরে কোয়ারেন্টিন পরীক্ষায় ইতিবাচক প্রমাণ হওয়া লোকজন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ভাড়া করা বিমানে যারা জাপানে ফিরে এসেছেন তারা অন্তর্ভুক্ত আছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৩১৫টি নতুন সংক্রমণ সম্পর্কে জানা যাওয়ায় মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ৮,৪৮৮।
প্রমোদ তরী ডায়মন্ড প্রিন্সেসের ৭১২টি ঘটনা যোগ করা হলে মোট সংখ্যা হবে ৯,২০০।
বুধবারের নিশ্চিত করা আরও সাতটি মৃত্যু এবং জাহাজের ১২টি সহ মোট মৃত্যুর সংখ্যা হচ্ছে ১৮১টি।
২৪৪৬টি সংক্রমণ নিয়ে সবচেয়ে বেশি সংক্রমিত জেলার তালিকার শীর্ষে আছে টোকিও। ৮৯৪টি সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওসাকা এবং এরপর ৫৯৬টি হচ্ছে কানাগাওয়ায়, ৫৩৭টি চিবায়, ৪৫২টি সাইতামায়, ৪২৩টি হিওগোতে এবং ৪১৬টি ফুকুওকায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বুধবার পর্যন্ত প্রমোদ তরীর পাঁচজন সহ ১৭৩ জন সঙ্কটাপন্ন অবস্থায় ছিলেন।
কর্মকর্তারা বলছেন ১,৫৪৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। এদের মধ্যে ৯০১ জনের সংক্রমণ জাপানে সনাক্ত করা হয় এবং ৬৪৫ জন সংক্রমিত হয়েছেন প্রমোদ তরীতে।