বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৮ লক্ষ ৯০ হাজার ছাড়িয়ে গেছে

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে, সোমবার আন্তর্জাতিকমান সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৯৭ হাজার ৩৭৩টিতে।

যুক্তরাষ্ট্র ৫ লক্ষ ৬৮ হাজার ১৭৬ জন আক্রান্ত ব্যক্তি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এরপর ১ লক্ষ ৬৯ হাজার ৪৯৬ জন নিয়ে রয়েছে স্পেন, তারপর ১ লক্ষ ৫৯হাজার ৫১৬ জন নিয়ে ইতালি, ১ লক্ষ ৩৭ হাজার ৮৭৩ জন নিয়ে রয়েছে ফ্রান্স এবং এরপর ১ লক্ষ ২৮ হাজার ৯২ জন নিয়ে রয়েছে জার্মানি।

বিশ্বব্যাপী মোট নিহত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১ লক্ষ ১৮ হাজার ৩০৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২২ হাজার ৯৩৫ জন মৃত্যুবরণ করেন যুক্তরাষ্ট্রে।

এদিকে, নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুবরণ করা লোকের ৪০ শতাংশেরও বেশি হচ্ছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের।

কুয়োমো সোমবার সাংবাদিকদের বলেন, ৬৭১ জন এর আগের দিন মারা যান। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ৫৬ জনে।

গভর্নর বলেন, আক্রান্ত হওয়া ব্যক্তিদের দিনভিত্তিক লেখচিত্রের রেখা লোকজনের বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়ার কারণে সমতল হয়েছে। তিনি এও বলেন, তার বিশ্বাস সবচেয়ে খারাপ পরিস্থিতি শেষ হয়েছে যদি লোকজন সতর্কতার সাথে আচরণ করা অব্যাহত রাখেন।

এদিকে, ইতালির সরকার সোমবার ঘোষণা করে, সেদেশে করোনাভাইরাসের মহামারীজনিত মৃত্যের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে যা যুক্তরাষ্ট্রের পরে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।