২০০৯ সালের ফ্লু থেকে ১০ গুণ বেশি প্রাণঘাতী কোভিড-১৯:বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র প্রধান বলেছেন, কোভিড-১৯ হল ২০০৯ সালের ফ্লু বৈশ্বিক মহামারি থেকে ১০ গুণ বেশি প্রাণঘাতী।

ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘেব্রেইসাস সোমবার জেনেভায় সাংবাদিকদের বলেন যে কোভিড-১৯ এর বিস্তার “খুব দ্রুত ত্বরান্বিত হয় এবং এর গতিও কমে অনেক বেশি মন্থরভাবে”।

তিনি বলেন, সেকারণে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর বাস্তবায়ন করা নিয়ন্ত্রণ পদক্ষেপ সমূহও “অবশ্যই শ্লথ গতিতে এবং নিয়ন্ত্রিতভাবে প্রত্যাহার করা উচিত”। তিনি আরও বলেন যে সেগুলো সব “একসাথে” তুলে নেয়া উচিত হবে না।

ডব্লিউএইচও এক্ষেত্রে দেশগুলো বিধিনিষেধ তুলে নেয়ার বিবেচনাকালীন তাদের ব্যবহারের জন্য ছয়টি মানদণ্ডের একটি তালিকা তৈরি করেছে।
এই তালিকার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং এর পাশাপাশি সনাক্তকরণ, পরীক্ষা, বিচ্ছিন্নকরণ এবং প্রতিটি সংক্রমণের চিকিৎসা ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার পদক্ষেপ বজায় আছে কিনা, সেটি অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচও’কে প্রদান করা তহবিল তার দেশ পর্যালোচনা করে দেখার ইঙ্গিত দেয়ার পর মহাপরিচালকের এই নিয়মিত ব্রিফিং বা ব্যাখ্যা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তেদ্রোস বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে তার সংস্থার সবচেয়ে বড় তহবিল যোগানকারী দেশ। তিনি আরও বলেন যে ট্রাম্পের অবস্থান যে সমর্থনসূচক, সেটি তার জানা আছে এবং তিনি প্রত্যাশা করেন যে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও’তে তহবিল সরবরাহ অব্যাহত রাখবে