যুক্তরাষ্ট্র জুড়ে বিস্তৃত হচ্ছে করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে এবং ইতিমধ্যে প্রায় ৫ লক্ষ ৪০ হাজার লোক সংক্রমিত হয়েছেন।

মার্চ মাসের ১৩ তারিখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা দেয়ার প্রায় এক মাস পরও করোনাভাইরাস দেশ জুড়ে ব্যাপক সংক্রমণ অব্যাহত রেখেছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করা নির্মম এই উপাত্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে জানা যাওয়া মৃত এবং সংক্রমিত ব্যক্তির সংখ্যা সারা বিশ্বের মধ্যে এখন সর্বোচ্চ পর্যায়ে আছে।

দেশের প্রায় এক-তৃতীয়াংশ নিশ্চিত সংক্রমণের ঘটনা নিয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্য সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গভর্নর এন্ড্রু কুওমো রবিবার সাংবাদিকদের বলেন যে টানা ছয়দিন ধরে রাজ্যটি দৈনিক ৭শ’রও বেশি মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে চলেছে।

কুওমো আরও বলেন, আবশ্যিক প্রতিষ্ঠানগুলোর মালিকদের তাদের কর্মীদের মুখের মাস্কের উপকরণ সরবরাহের জন্য তিনি শিগিগিরই একটি প্রশাসনিক আদেশ জারি করবেন। উল্লেখ্য, মালামাল সরবরাহকারী ট্রাক চালক, সুপারমার্কেট কর্মী এবং অন্যান্য আবশ্যক কর্মীদের মধ্যে সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেয়া হল।