নিউইয়র্কে যা ঘটেছে, টোকিও’তেও তা হতে পারে

যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক সতর্ক করে দিয়ে বলেছেন, নিউইয়র্কে যা ঘটেছে, সেরকমটি টোকিও’তেও ঘটতে পারে।

নিউইয়র্ক শহরের মাউন্ট সিনাই’য়ের আইকান মেডিকেল স্কুলের অধ্যাপক রবার্ট ইয়ানাগিসাওয়া এনএইচকে’কে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কতা উচ্চারণ করেন। এছাড়া, তিনি “জাপানিজ মেডিকেল সোসাইটি অব আমেরিকার” প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাস সংক্রমণের ঘটনা সামাল দিতে গিয়ে নিউইয়র্কের চিকিৎসা ইন্সটিটিউটগুলো সব খালিস্থানই রোগীদের শয্যা দিয়ে ভর্তির পাশাপাশি অজরুরি অপারেশনগুলোও স্থগিত করেছে, যা অন্য রোগে ভোগা ব্যক্তিদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

ইয়ানাগিসাওয়া আরও বলেন যে চিকিৎসক এবং নার্স’সহ চিকিৎসা পেশায় নিয়োজিত ব্যক্তিরা শুধুমাত্র কোনভাবে হাসপাতালগুলোর কার্যক্রম সচল রাখতে সমর্থ হচ্ছেন।

ইয়ানাগিসাওয়া মার্চের শুরুর দিকে নিউইয়র্কের সাথে টোকিও’র বর্তমান পরিস্থিতির তুলনা করেন।

দু’শহরের লোকজনের আচরণ এবং জনঘনত্বের মধ্যকার সাদৃশ্য বিবেচনায় নিয়ে তিনি বলেন, নিউইয়র্কে যা ঘটেছে তা টোকিও’তেও ঘটতে পারে।

টোকিও মেট্রোপলিটন সরকার অবশ্য হাসপাতালের শয্যা খালি করার জন্য ইতিমধ্যেই লক্ষণ না থাকা বা মৃদু উপসর্গ থাকা করোনাভাইরাস রোগীদের হোটেলে স্থানান্তর করা শুরু করেছে।

ইয়ানাগিসাওয়া বলেন, এক্ষেত্রে, হোটেল কর্মীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ রোধে একটি নির্দেশিকা প্রস্তুত করার পাশাপাশি রোগীদের অনলাইনে পর্যবেক্ষণ করার জন্য একটি ভিডিও ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তাও সরকারের রয়েছে।