জাপানকে সম্ভবত সংক্রমণ বিরোধী পদক্ষেপ জোরদার করতে হবেঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউ এইচও’র একজন কর্মকর্তা বলেছেন,জাপানে সংক্রমণের পথের সন্ধান না পাওয়া এলাকাগুলোতে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপ নিতে হতে পারে।

ডব্লিউএইচওর জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক মাইকেল রায়ান শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

তিনি বলেন, জাপানে “গুচ্ছ সংক্রমণ ধ্বংসকারীদের” বিশেষায়িত দলগুলো বেশ কার্যকর এবং রোগের বিস্তারের পথ নিয়ে বিপুল পরিমাণ “অত্যন্ত দরকারি তথ্য” তারা সংগ্রহ করেছে।

তবে, তিনি টোকিও সহ মোট তিনটি অতিসংক্রমণ এলাকার দিকে দিকনির্দেশ করেন যেখানে গত দু’সপ্তাহে এমন অনেক সংক্রমণ ঘটেছে যেগুলোকে জানা সংক্রমণ শৃংখলের সঙ্গে যুক্ত করা সম্ভব নয়।

রায়ান বলেন, সংক্রমণ দমানোর জন্য পরীক্ষা এবং পৃথককরণ বাড়ানোর পাশাপাশি দেশটিকে সম্ভবত অন্যান্য পদক্ষেপও গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ডব্লিউএইচও’র করোনাভাইরাস প্রাদুর্ভাবকে একটি বৈশ্বিক মহামারি ঘোষণার এক মাস পূর্ণ হচ্ছে আজ।