করোনা: ‘দ্রুত লকডাউন তুলে নিলে মারাত্মক পুনরুত্থান হবে’

দ্রুত লকডাউন তুলে নিলে মারাত্মকভাবে করোনা ভাইরাসের পুনরুত্থান হবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস। শুক্রবার একটি সংবাদ সম্মেলনে তিনি এই সতর্ক বার্তা দেন।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দেশগুলোকে লকডাউন তুলে নেয়ার বিষয়ে আরো সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

করোনার প্রকোপ কমায় ইতিমধ্যে লকডাউন তুলে দিয়েছে ইসরায়েল। এছাড়া ইউরোপের দেশ স্পেন এবং ইতালি লকডাউন না তুলে নিলেও কিছু ব্যবস্থা শিথিল করতে চাইছে।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেন, স্বাগত জানাচ্ছি যে ইউরোপে এর প্রকোপ কমতে শুরু করেছে। তবে দ্রুত লকডাউন উঠিয়ে দিলে আবারো মারাত্মক পুনরুত্থান হবে করোনার।

বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখের বেশি মানুষ। মারা গেছেন ১ লাখ ১ হাজার জন।