জরুরী অবস্থা ঘোষণার পর জাপানের শহরতলীগুলো শান্ত

জাপানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারের জরুরী অবস্থা ঘোষণার পর প্রথম সপ্তাহান্তে আজ, দেশের শহরতলীগুলোতে শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।

স্বাভাবিক সময়ে তরুণদের ভীড়ে জমজমাট টোকিওর হারাজুকু এলাকার তাকেশিতা সড়কটিতে খুব কম সংখ্যক লোকজনের উপস্থিতি ছিল।

সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার বিজ্ঞপ্তিসহ অধিকাংশ পোশাক ও রকমারি পণ্যের দোকানগুলো বন্ধ রয়েছে।

কিছু সংখ্যক খাবার ও ওষুধের দোকান সংক্ষিপ্ত সময়ের জন্য খোলা ছিল।

১৩ বছর পুরানো একটি রেস্তোরাঁয়, বাতাস আসা যাওয়ার জন্য জানালাগুলো খোলা রাখা ছিল এবং খাবারের টেবিলগুলো স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা ছিল। তবে আজ দোকান খোলার এক ঘণ্টা পরও কোন ক্রেতা ছিল না।