জাপানে করোনাভাইরাস সংক্রমণ ৫,০০০ ছাড়িয়ে গেছে
টোকিও এবং অন্যত্র করোনাভাইরাস সংক্রমণের নিশ্চিত হওয়া সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাপানের মোট সংখ্যাকে সেটা ৫,০০০’এর উপরে ঠেলে দিয়েছে।
স্থানীয় সময় আজ বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত কমপক্ষে ৩২০টি নতুন সংক্রমণের খবর পাওয়া যাওয়ায় সার্বিক হিসাব এর ফলে দাঁড়িয়েছে ৫,২৯২টি। এই সংখ্যার মধ্যে একটি ভাড়া করা বিমানে চীন থেকে ফিরে আসা ১৪ জন ও সেই সাথে বিমানবন্দরে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পরীক্ষায় ধরা পড়া সংক্রমণও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৭১২টি ঘটনা যোগ করা হলে মোট সংখ্যা দাঁড়ায় ৬,০০৪।
মৃতের সংখ্যা হচ্ছে ১১৭। এর মধ্যে মধ্যে প্রমোদতরীর ১১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন গতকাল পর্যন্ত ১,২৭০ জন রোগমুক্ত হয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। এদের মধ্যে ৬৩২ জনের সংক্রমণ সনাক্ত করা হয় জাপানে এবং ৬৩৮ জন সংক্রমিত হয়েছেন প্রমোদতরীতে।