বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৮৮ হাজার ৫৩৭ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার মানুষ। এদিকে বুধবারও করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ১ হাজার ৮৫০ জন। এছাড়া যুক্তরাজ্যেও করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ৯৫০ জন।

করোনা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১৪ হাজার ৭৯৫ জন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ১২৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়।