জাপানের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন

জাপানের চিকিৎসা বিশেষজ্ঞরা, করোনাভাইরাসে সংক্রমিত গুরুতর রোগীদের চিকিৎসা দিতে আরও বিশেষজ্ঞ ও অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকের জরুরী প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন।

গত বুধবার জাপানের নিবিড় পরিচর্যা চিকিৎসা সমিতির প্রদত্ত এক বিবৃতিতে, জার্মানি ও ইতালিতে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের প্রাণ হারানোর হারের পার্থক্যের উল্লেখ করা হয়।

এতে, মার্চের শেষ নাগাদ পর্যন্ত জার্মানির মৃত্যুর হার ১.১ শতাংশ হলেও ইতালির মৃত্যুর হার ১১.৭ শতাংশ ছিল বলে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞরা, জার্মানির উন্নত মানের নিবিড় পরিচর্যা ব্যবস্থা এর কারণ বলে অনুমান করছেন।

বিবৃতিতে, ইতালিতে জাপানের তুলনায় দ্বিগুণ বেশী প্রতি ১ লাখ জনের জন্য একটি নিবিড় পরিচর্যা শয্যা রয়েছে বলে উল্লেখ করা হয়।

এতে, গুরুতর রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলায় জাপানের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা বিভাগগুলো দ্রুত ভারাবনত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করে দেয়া হয়।

সমিতি, নিবিড় চিকিৎসা প্রদানের জন্য বর্তমানের চেয়ে সর্বোচ্চ চারগুণ বেশী নার্সের প্রয়োজন রয়েছে এবং ভেন্টিলেটর বা শ্বাস প্রশ্বাস ও হৃদ ক্রিয়ার সহায়তাকারী একমো যন্ত্র ব্যবহার করতে সক্ষম আরও বিপুল সংখ্যক চিকিৎসকের প্রয়োজন রয়েছে বলে জানায়।

এতে, সমগ্র জাপানে নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোর আনুমানিক সাড়ে ছয় হাজার শয্যার মধ্যে বর্তমানে করোনাভাইরাসে সংক্রমিতদের জন্য ব্যবহার করা যেতে পারে এমন মাত্র প্রায় ১ হাজার শয্যা রয়েছে এবং আরও যন্ত্রপাতি স্থাপনই এই সমস্যার সমাধান করবে না উল্লেখ করা হয়।

সমিতিটি, মারাত্মক রোগীদের চিকিৎসা প্রদানের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক নিশ্চিত করার মত নিবিড় পরিচর্যা ব্যবস্থা বজায় রাখার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।