টোকিও’তে সংক্রমণের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে

টোকিও মেট্রোপলিটন সরকারের ঘনিষ্ঠ সূত্রসমূহ বলছে, আজ ১শ ৪৩টি নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। এই সংখ্যা টোকিও’তে দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড।

গতকালের ১শ ১৮ জনের পর উপর্যুপরি দু’দিন ১শ’র বেশি নতুন সংক্রমণ ঘটল।

এর মাধ্যমে রাজধানীতে মোট সংক্রমণের সংখ্যা ১ হাজার ৩৪’এ উন্নীত হয়েছে।

টোকিওর কর্মকর্তারা লোকজনকে অনাবশ্যক কোন কাজে বাড়ি থেকে বের না হওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়ে চলেছেন।

আজ এনএইচকে’র একটি টেলিভিশন অনুষ্ঠানে টোকিও’র গভর্নর কোইকে ইউরিকো বলেন, তিনি চাইছেন লোকজন যেন নিজেদের পাশাপাশি তাদের পরিবার এবং সমাজের সুরক্ষার জন্য নতুন পদক্ষেপ নিয়ে ভাবেন।

টোকিও কর্মকর্তারা লোকজনের প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বা চিকিৎসকের কাছে যাওয়া থেকে বিরত থাকার কোন অনুরোধ অবশ্য করেননি।

তবে, তারা বলছেন, সংক্রমণের পথ অস্পষ্ট থাকা ব্যক্তির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তরুণদের মাঝেও সংক্রমণ বেড়ে চলেছে।

এক্ষেত্রে, বাইরে যাওয়ার আদৌ প্রয়োজন আছে কিনা সেটি বিবেচনায় নিয়ে নিজস্ব পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিতে অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।