জাপান করোনাভাইরাস আক্রান্ত দেশসমূহকে বিনামূল্যে অ্যাভিগান প্রদান করবে
জাপান সরকার করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী বিস্তার লাভ করা দেশসমূহে জাপানের একটি রাসায়নিক কোম্পানির উদ্ভাবিত ফ্লু-রোধী ওষুধ অ্যাভিগান সরবরাহ করার পরিকল্পনা করেছে।
নতুন করোনাভাইরাসের উপসর্গের চিকিৎসায় সম্ভাব্য ব্যবহারের লক্ষ্যে অ্যাভিগান ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করে দেখার জন্য বর্তমানে জাপানে ক্লিনিক্যাল পরীক্ষা করে দেখা হচ্ছে।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে শুক্রবার সাংবাদিকদের বলেন, সরকার এখন পর্যন্ত এই ওষুধটির জন্য প্রায় ৩০টি দেশ থেকে অনুরোধ পেয়েছে।
সুগা বলেন, সরকার অ্যাভিগান ওষুধটির ক্লিনিক্যাল পরীক্ষা আরও ব্যাপক পরিসরে করে দেখার পরিকল্পনা করছে এবং এর পাশাপাশি অনুরোধ জানানো দেশগুলোর সাথে আলোচনাও চালিয়ে যাচ্ছে।
তিনি এও বলেন, সরকার বিনামূল্যে প্রয়োজনীয় পরিমাণ ওষুধ অনুরোধ জানানো প্রতিটি দেশকে সরবরাহ করবে।