জাপান দেশে প্রবেশের বিধিনিষেধ আরও কঠোর করে নিচ্ছে

জাপান করোনাভাইরাস মোকাবিলার এক প্রচেষ্টা হিসেবে শুক্রবার থেকে দেশে প্রবেশের বিধিনিষেধ আরও কঠোর করে নিয়েছে।

সরকার বিশ্বের যেকোন অংশ থেকে জাপানে এসে পৌঁছানো সবাইকে দু’সপ্তাহের জন্য বাড়ি, হোটেল বা অন্য কোন স্থানে নিজেকে স্ব-কোয়ারেন্টাইন করে রাখার আহ্বান জানাচ্ছে। ভ্রমণকারীদের এইসব স্থানে যাওয়ার জন্য গণ-পরিবহণ ব্যবস্থার ব্যবহার এড়িয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এই ব্যবস্থা চলতি মাসের শেষ নাগাদ পর্যন্ত বলবৎ থাকবে।

সরকার জাপানে প্রবেশ করতে না পারা নাগরিকদের দেশ ও ভূখণ্ডের তালিকাও ব্যাপক মাত্রায় সম্প্রসারিত করে ৭৩-এ উন্নীত করে নেয়। জাপানে প্রবেশের আগের দু’সপ্তাহ এইসব স্থানে ভ্রমণ করা বিদেশি নাগরিকদেরও বর্তমানে প্রবেশ করতে দেয়া হবে না।
এই তালিকায় নতুন করে সংযুক্ত হওয়া দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বৃটেন অন্তর্ভুক্ত রয়েছে। এর অর্থ হচ্ছে, ইউরোপের প্রায় সমস্ত এলাকা থেকে আসা লোকজনকে জাপানে প্রবেশ করতে দেয়া হবে না। এই তালিকায় চীন এবং দক্ষিণ কোরিয়ার পুরো এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে।

এই ৭৩টি দেশ ও ভূখণ্ড থেকে দেশে ফেরা জাপানিদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলেও বা না দিলেও পরীক্ষা করা হবে।

এই একই ব্যবস্থা বিদেশি নাগরিকদের জন্যও কার্যকর হবে যারা জাপানি স্বামী বা স্ত্রী থাকার মত বিশেষ কারণে জাপানে প্রবেশের অনুমতি পাবেন।