জাপানের প্রধানমন্ত্রী বলছেন দেশে জরুরী অবস্থা আসন্ন নয়

জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো বলছেন করোনাভাইরাস মহামারী সামাল দেয়ার জন্য প্রয়োজন হওয়া জরুরী অবস্থা ঘোষণার পর্যায়ে জাপান এখনও পৌঁছায় নি।

আবে আজ জাপানের সংসদের উচ্চ কক্ষের একটি কমিটিতে মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করতে জরুরী অবস্থা ঘোষণার অনুমতি তাকে দেয়া সম্প্রতি সংশোধিত একটি আইনের উল্লেখ করেন। তিনি বলেছেন জনগণের জীবন ও স্বাস্থ্য রক্ষার উপর অগ্রাধিকার দিয়ে সেরকম ঘোষণা প্রচার করা হবে কিনা সেই সিদ্ধান্ত তিনি নেবেন।

আবে বলেছেন জরুরী অবস্থা ঘোষণা নাগরিক অধিকার সীমিত করতে পারলেও প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রের হাতে বর্ধিত ক্ষমতা তা দেবে না।

তিনি বলেন এর বদলে এটা বরং প্রয়োজনীয় অনুরোধ জানানো ও নির্দেশ দেয়ার অনুমতি জেলা গভর্নরদের দেবে।

আবে আরও উল্লেখ করেছেন জরুরী অবস্থার অর্থ এই নয় যে শহরগুলো তাৎক্ষনিকভাবে লকডাউন করা হবে। তিনি বলেন ফ্রান্স যেভাবে করেছে সেভাবে এটা বাস্তবায়িত করা হবে অসম্ভব।

তিনি আভাষ দেন সরকার হয়তো নানারকম দাবী জানাতে পারে, তবে সেগুলো হবে ফ্রান্সে যা করা হয়েছে তার চাইতে সামান্য ভিন্ন।