জাপানের বিশিষ্ট কমেডি অভিনেতা শিমুরা কেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন

জাপানের বিশিষ্ট কমেডি অভিনেতা শিমুরা কেন রবিবার রাতে টোকিওর একটি হাসপাতালে মারা গেছেন। ৭০ বছর বয়সী কমেডি আইকন নিশ্চিতভাবে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

১৭ই মার্চ তিনি অসুস্থ বোধ করেন এবং তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তার জটিল ধরনের নিউমোনিয়া ধরা পরে। একটি কৃত্রিম হৃদ-ফুসফুসীয় যন্ত্রের মাধ্যমে তার চিকিৎসা চলছিল।

২৫শে মার্চ তার অফিস করোনাভাইরাসের পরীক্ষায় তার ইতিবাচক হওয়ার খবর প্রকাশ করে।

শিমুরা ১৯৫০ সালে টোকিওর হিগাশিমুরাইয়ামা শহরে জন্মগ্রহণ করেন। হাইস্কুলে থাকা অবস্থাতেই তিনি একটি জনপ্রিয় রক এন্ড রোল এবং কমেডি গ্রুপ দ্যা ড্রিফটারস এর সহকারি হিসেবে যুক্ত হন।

শিমুরা ১৯৭৪ সালে ব্যান্ডটির পূর্ণ সদস্য হন।

তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত টেলিভিশন আইকন। তবে তিনি সক্রিয়ভাবে কমেডি অভিনেতা হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেন এবং ২০০৬ সালে একটি থিয়েটার কোম্পানির নেতা হিসেবে আবির্ভূত হন। শিমুরা তিন তার বিশিষ্ট জাপানের লোকজ বাদ্যযন্ত্র শামিসেনও বাজাতেন।

তিনি গতমাসে তার ৭০তম জন্মদিনের পরেও টেলিভিশনের বিচিত্রা অনুষ্ঠান উপস্থাপনা অব্যাহত রেখেছিলেন।