টোকিওতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি অব্যাহত

জাপানের স্বাস্থ্য কর্তৃপক্ষ, আজ সন্ধ্যা পর্যন্ত করোনাভাইরাসে ১০০টির বেশী সংক্রমণের ঘটনা নিশ্চিত করায় সারাদেশে মোট সংক্রমণের সংখ্যা ১ হাজার ৮শ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে।

আজ নিশ্চিত করা নতুন সংক্রমণের মধ্যে ৬৮টি রাজধানী টোকিওতে ঘটেছে।

উল্লেখ্য, আজ অসময়ে তুষারপাত এবং সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সপ্তাহান্তে বাড়িতে অবস্থানের জন্য টোকিওর গভর্নরের করা অনুরোধের প্রেক্ষিতে মহানগরের সড়কগুলোতে বেরিয়ে আসা লোকজনের সংখ্যা তুলনামূলক কম ছিল।

টোকিওর শিবুইয়ার ব্যস্ত চৌরাস্তায় খুব কম লোকজনের উপস্থিতি পরিলক্ষিত হয়।

টোকিও মহানগর সরকার, যতদূর সম্ভব করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে সহায়তা করতে সাপ্তাহিক দিনগুলোতেও বাড়িতে থেকে কাজ করতে এবং রাতের বেলা বাড়ির বাইরে বের হওয়া পরিহার করতে বাসিন্দাদের প্রতি অব্যাহত আহ্বান জানানোর পরিকল্পনা করছে।

আগামী ১২ই এপ্রিল পর্যন্ত এই আহ্বান বজায় থাকবে। টোকিও মহানগর সরকার, এই সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য প্রধান অনুষ্ঠানগুলো স্থগিত অথবা বাতিল করে দিয়েছে।

টোকিও মহানগর সরকারের কর্মকর্তারা, ভাইরাসটির বিস্তার বিস্ফোরিত হওয়া প্রতিরোধ করতে রাজধানী এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করে দেন।

টোকিওতে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় পার্শ্ববর্তী সাইতামা জেলার গভর্নরও, অগুরুত্বপূর্ণ উদ্দেশ্যে রাজধানীতে যাওয়া পরিহার করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।