স্বাদ ও ঘ্রাণের শক্তি হারানো করোনা সংমণের লক্ষণ কি না তা নিয়ে সংশয়
জাপানের একজন চিকিৎসক বলেছেন, কেবল জিভের স্বাদ ও ঘ্রাণের শক্তি হারানোই যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ প্রমাণের পক্ষে যথেষ্ট, তা নয়, যদিও কিছু রোগী এই উপসর্গের কথা জানিয়েছেন।
ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ্ অ্যান্ড মেডিসিনে’র সাতোশি কুৎসুনা নতুন করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৩০ জন রোগীর চিকিৎসা করেছেন।
কুৎসুনা বলেন, তার রোগীদের মধ্যে কেউ কেউ এই উপসর্গ দুটির কথা বললেও, এগুলো যে এই সংক্রমণের বৈশিষ্ট্য, তা এইটুকুতেই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।
তিনি বলেন, এ ধরনের উপসর্গ সাধারণ সর্দিকাশি এবং ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও দেখা যায়।
তিনি আরও বলেন, জাপানের চিকিৎসকদের আরও রোগী পরীক্ষা ক’রে নিশ্চিত হতে হবে যে এই উপসর্গ দুটি নতুন করোনাভাইরাসের উপসর্গ, না কি সাধারণ নাক বন্ধ হওয়ার ব্যাপার।
করোনাভাইরাসের প্রধান লক্ষণগুলো হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। তবে জাপান ও অন্য দেশেও কিছু কিছু করোনা রোগী ঘ্রাণশক্তি ও জিভের স্বাদ হারানোর অভিযোগ করেছেন।