করোনাভাইরাস সংক্রান্ত টাস্কফোর্স গঠন করেছে টোকিও
টোকিও মহানগর কর্তৃপক্ষ জাপানের রাজধানীতে নিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ায় শুক্রবার এই ভাইরাস সংক্রান্ত একটি টাস্কফোর্স গঠন করেছে।
টোকিও’র গভর্নর ইউরিকো কোইকে সতর্ক করে দেন যে, শহরটি ব্যাপক সংক্রমণের ঝুঁকির মুখে রয়েছে। তিনি টোকিও’র অধিবাসীদের চলতি সপ্তাহান্তে বাইরে বের হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার তাদের টাস্কফোর্স গঠন করে। উভয় পদক্ষেপই এই মহামারী সামাল দেয়ার জন্য নতুন আইনের উপর ভিত্তি করে হাতে নেয়া হয়।
কোইকে টোকিও’তে বুধবার এবং বৃহস্পতিবার পর পর দু’দিন নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা ৪০-এর উপরে ছিল বলে উদ্বেগ ব্যক্ত করেন।
এই ভাইরাসের বিস্তার সম্বন্ধে সতর্ক থাকার জন্যে তিনি লোকজনের প্রতি বিশেষ করে তরুণদের প্রতি আহ্বান জানান। আক্রান্ত হলেও অনেক তরুণের মধ্যে সামান্য উপসর্গ দেখা যাচ্ছে বলে জানা গেছে।