জাপানের বিভিন্ন শহরের লকডাউনের সম্ভাবনা এখনও রয়েছে: বিশেষজ্ঞ

সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত একজন বিশেষজ্ঞ বলেছেন যে, জাপান হয়তো কিছু বড় বড় শহর লকডাউন করার কথা বিবেচনা করতে পারে যদি সারা দেশে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে যেতে থাকে।

তোহোকু মেডিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ইউনিভার্সিটি’র অধ্যাপক মিৎসুয়ো কাকু মঙ্গলবার এনএইচকে’র কাছে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, টোকিও এবং অন্যান্য শহরে ক্রমাগত সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। তিনি এও বলেন, কারা ব্যক্তিগতভাবে এ ধরনের সংক্রমণ ছড়াচ্ছে তা শনাক্ত করা অত্যন্ত কঠিন।

কাকু বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এই ভাইরাসের বিস্তার এ আভাস দিচ্ছে যে, জাপানের বড় বড় শহরগুলোরও ব্যাপকভাবে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।