করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী বেড়ে চলেছে: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও সতর্ক করে দিয়েছে যে, নতুন করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী বেড়ে চলেছে এবং এই বিস্তার হ্রাসে বাড়িতে থাকার জন্য লোকজনের প্রতি তারা আহ্বান জানিয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস অ্যাডহানোম গেব্রেইয়েসুস সোমবার বলেন, বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে নতুন করোনাভাইরাসে ৩ লক্ষেরও বেশি লোকের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।

দ্রুত বিস্তারের কথা উল্লেখ করে ডব্লিউএইচও জানায়, সংক্রমিত হওয়ার সংখ্যা ৬৭ দিনে ১ লক্ষে পৌঁছায়, এরপর ১১ দিনে ২ লক্ষে এবং তারপর কেবল ৪ দিনে ৩ লক্ষ ছাড়িয়ে যায়।

তেদ্রোস সামাজিক দূরত্ব বজায় রাখাজনিত পদক্ষেপের গুরুত্বের উপর জোর দেন। তিনি এও জোর দিয়ে বলেন, বাড়িতে থাকার জন্য অবশ্যই লোকজনের প্রতি আহ্বান জানানো উচিত।

এদিকে, ইতালি সোমবার ৬০০-র বেশি ব্যক্তির মৃত্যুর খবর দিয়েছে। সেদেশে মৃতের সংখ্যা ৬ হাজারের উপরে পৌঁছে গেছে যা বিশ্বের যেকোন দেশের থেকে সবচেয়ে বেশি। বৈশ্বিকভাবে মোট সংক্রমণের সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজারের উপরে এবং মৃতের সংখ্যা ১৪ হাজারের উপরে।