অলিম্পিক এক বছরের জন্য স্থগিতে জাপানের প্রধানমন্ত্রী ও আইওসি প্রেসিডেন্টের ঐকমত্য
কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনা শেষে জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, করোনাভাইরাসের ক্রমবর্ধমান বৈশ্বিক মহামারীর কারণে টোকিও অলিম্পিক স্থগিত করা হবে।
শিনযো আবে বলেন, দেরিতে হলে ২০২১ সালের গ্রীষ্মকালের মধ্যে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক আয়োজনের বিষয়ে আমরা একমত হয়েছি। যখন আমরা প্রমাণ করতে পারবো যে মানুষ নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কাটিয়ে উঠতে পেরেছে তখন আমরা পরিপূর্ণ আকারে গেমস আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”
আবে বলেন, তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি’র প্রেসিডেন্ট টমাস বাখের কাছে মঙ্গলবার এক টেলিকনফারেন্সের সময় অলিম্পিক স্থগিতের পরামর্শ দেন।
তিনি বলেন, বাখ সর্বান্তঃকরণে একমত হয়েছেন। আবে বলেন, তিনি এবং বাখ এ বিষয়েও সম্মত হয়েছেন যে গেমস বাতিল করে দেয়া কোন সমাধান নয়।
আয়োজক শহরের গভর্নর এবং আয়োজক কমিটির প্রধানও এই টেলিকনফারেন্স যুক্ত ছিলেন।
টোকিও’র গভর্নর ইউরিকো কোইকে বলেন, এটা তাৎপর্যপূর্ণ যে অলিম্পিক স্থগিতের সময়কাল বা লক্ষ্য হিসেবে ২০২১ সালের গ্রীষ্মকালকে নির্ধারণ করা হয়েছে। এটা ক্রিড়াবিদদের জন্যও গুরুত্বপূর্ণ কারণ তাদের হাতে এখন একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকছে।
আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি বলেন, গেমসের নাম হিসেবে ‘টোকিও ২০২০’ বহাল থাকছে।
তিনি আরও বলেন, অলিম্পিক শিখা জাপানেই রাখা হবে এবং বৃহস্পতিবার শুরু হতে যাওয়া মশাল রিলে দৌড় স্থগিত করা হবে।
উল্লেখ্য, গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক জুলাই মাসের শেষ থেকে সেপ্টেম্বর মাসের প্রথমের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রবিবার, আইওসি’র জরুরি বোর্ডসভা অনুষ্ঠিত হয় এবং এরপর আইওসি গেমসের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য চার সপ্তাহের সময়সীমা ঘোষণা করে।
তবে এরপর থেকে আরও দ্রুততার সঙ্গে কাজ করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জোরদার হচ্ছিল।