স্কুল পুনরায় খোলার নির্দেশিকা উন্মোচন জাপান সরকারের
জাপান সরকার করোনাভাইরাসের বিস্তার সংকুচিত করতে বন্ধ করা স্কুলগুলো পুনরায় খুলে দেয়ার জন্য নির্দেশিকা উন্মোচন করেছে।
স্কুলগুলোকে আগামী মাসে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে শ্রেণীকক্ষে পাঠদান শুরুর জন্য প্রস্তুত করতে ঐ দলিল আজ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী কোইচি হাগিউদা। একটি বিশেষজ্ঞ প্যানেলের দেয়া প্রস্তাবের ভিত্তিতে এই নির্দেশিকা প্রণীত হয়েছে।
নির্দেশিকায় স্কুলগুলোকে সংক্রমণের ঝুঁকি বাড়ায় বলে মনে করা তিনটি প্রধান পরিস্থিতি এড়িয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এগুলো হল যথাক্রমে, বদ্ধ এবং দুর্বল বায়ু চলাচল ব্যবস্থা সম্পন্ন স্থান, লোকজনের ভিড় এবং খুব স্বল্প-দূরত্বের মধ্যে মৌখিক আলাপ।
এধরণের পরিস্থিতি এড়িয়ে যেতে নির্দেশিকায় জোরালো বায়ু চলাচল ব্যবস্থা, কম দূরত্বে কথা বলার ক্ষেত্রে মুখের মাস্কের ব্যবহার এবং ইতিমধ্যে সংক্রমিত বলে নিশ্চিত হওয়া বা সংক্রমিত কোন ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছে বলে মনে হওয়া শিক্ষার্থীদের স্কুলে আসা বন্ধ করার প্রস্তাব দেয়া হয়েছে।
হাগিউদা সাংবাদিকদের বলেন, যথেষ্ট পরিমাণ পূর্ব-সতর্কতা নেয়ার মধ্যে দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষগুলো স্কুলসমূহ পুনরায় খোলার প্রস্তুতি নিবে।