টোকিওতে নিক্কেই শেয়ারের সূচকে ১ হাজার ২০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি
টোকিও’র শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারের মূল্যে ৪ বছরের মধ্যে প্রথমবারের মত মঙ্গলবারে সর্বোচ্চ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে যা নতুন করোনাভাইরাসের মহামারীর পর ব্যাপক হারে দরপতনের থেকে কিছুটা পুনরুদ্ধার।
গড় সূচক নিক্কেই দিনের লেনদেন শেষ করে ১৮ হাজার ৯২ পয়েন্টে যা সোমবারের দিন শেষের লেনদেন থেকে ৭.১% বেশি। এটি হচ্ছে ১ হাজার ২০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি।
আর্থিক বাজারকে চাঙ্গা করার জন্য ব্যাংক অব জাপান’এর বিনিময়-বাণিজ্য তহবিল কিনে নেয়াও দিনের শুরু থেকে বিনিয়োগকারীদের ক্রয়-মনোভাবকে ফিরিয়ে আনে।
মার্কিন কংগ্রেস হয়তো ২ লক্ষ কোটি মার্কিন ডলারের একটি অনুদান প্যাকেজ অনুমোদন করতে পারে এই প্রত্যাশাও এ সূচকটিকে বাড়িয়ে দেয়।